Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়-এর মাঠ পর্যায়ের উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও উপজেলা সার্ভার স্টেশন হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। অত্র অফিসের মাধ্যমে জাতীয় সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ) এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কাজ ব্যতীত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজও করে থাকে। জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যে সকল কাজ করে থাকে তা নিম্নরুপঃ

১) জাতীয় পরিচয়পত্রের ভূল-ত্রুটি, তথ্য-উপাত্ত সংশোধন করে থাকে।

২) জাতীয় পরিচয়পত্র হারানো বা বিনষ্ট সংক্রান্ত কার্ডের পুনঃ মুদ্রিত করে সরবরাহ করে থাকে।

৩) নতুন ভোটার নিবন্ধন।

৪) স্থান পরিবর্তন অর্থ্যাৎ এক স্থান থেকে অন্য স্থানে ভোটার পরিবর্তন।

৫) জাতীয় পরিচয়পত্র সরবরাহ ও যাচাইকৃত অনলাইন কপি সরবরাহ।

৬) ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত যাবতীয় কাজ।